১। মোঃ নুরুল আলম, পিতা: মরহুম , মোবাইল : ০১৮৩৯-৪৩৫৯২১
২।
১। এম. নজরুল ইসলাম, পিতা: মোঃ হারুন, মোবাইল : ০১৮১৫-৯২০৩৬৯
২। মোহাম্মদ আরমান, পিতা: মোহাম্মদ মহসিন, মোবাইল : ০১৮৫৬-০৩১৩৫৫
৩।
এতে সকলের সার্বিক সহযোগিতা ও স্ব-বান্ধব উপস্থিতি কামনা করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে আমরা একতা সংঘ পরিবার গভীরভাবে শোকাহত।
তারিখ : ২২ অক্টোবর ২০২০ইং, রোজ : বৃহস্পতিবার, বাদে এশা
স্থান : বন্দে আলী জামে মসজিদ, পশ্চিম গোমদন্ডী, ৮নং ওয়ার্ড,
বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।
উদ্বোধক :
জনাব মমতাজুল ইসলাম
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী।
প্রধান অতিথি :
হাজী আবুল কালাম আবু
মেয়র : বোয়ালখালী পৌরসভা, বোয়ালখালী, চট্টগ্রাম।
প্রধান বক্তা :
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মোনাজারে আহলে সুন্নাত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক
শায়খুল হাদিস আলহাজ্ব আল্লামা এনামুল হক সিকদার
বিভাগীয় প্রধান : হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগ,
চট্টগ্রাম নেছারিয়া (এম.এ) কামিল মাদ্রাসা।
বিষয় : আল্লাহর আইন ও মানব রচিত আইনের তুলনামূলক পর্যালোচনা।
বিশেষ বক্তা :
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, শায়েরে আহ্লে সুন্নাহ্
আলহাজ্ব আল্লামা হাসান রেজা আলকাদেরী
অধ্যক্ষ : উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাউজান, চট্টগ্রাম।
বিষয় : নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র প্রতি মুহাব্বত ঈমানের
অপরিহার্য দাবি। তাঁর পদাঙ্ক অনুসরণই সঠিক মুহাব্বাতের পরিচায়ক।
বিশেষ বক্তা :
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ছলিম উদ্দিন আলকাদেরী
খতিব : বন্দে আলী জামে মসজিদ,
উপদেষ্টা : ইসলামী একতা সংঘ।
বিষয় : ইসলামের দৃষ্টিতে তাকলীদ ও ইজ্তেহাদ।
সভাপতিত্ব করবেন :
আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ আলম
সভাপতি : ছবিল আমিন হাজী কোরবান আলী সুন্নিয়া দাখিল মাদ্রাসা।
উপদেষ্টা : ইসলামী একতা সংঘ।
সাবস্ক্রাইভ করুন :
https://www.youtube.com/IslamiAkotaSonggo
মাহফিল লাইভ দেখার জন্য লাইক দিন :
https://www.facebook.com/IslamiAkotaSonggo
আমাদের সম্পর্কে জানতে লগইন করুন : http://islamiakotasonggo.blogspot.com
১২ রবিউল আউয়াল স্মরণে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- ২০২০ইং উপলক্ষে জরুরী সভা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২০ইং, জুমাবার, বাদে মাগরিব অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
১২ রবিউল আউয়াল স্মরণে জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- ২০২০ইং উপলক্ষে জরুরী সভা
১২ রবিউল আউয়াল স্মরণে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)- ২০২০ইং উপলক্ষে জরুরী সভা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২০ইং, জুমাবার, বাদে মাগরিব অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে সকল সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করছি।
আলোচ্য বিষয় :
১। জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২০ইং আগামী ২২ অক্টোবর ২০২০ইং, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এর প্রস্তুতি কমিটি গঠন।
২। বিবিধ।
ইসলামী একতা সংঘ এর সিনিয়র সদস্য মোঃ মফিজুল হক ও মোঃ জাহাঙ্গীর আলম সোহেল এর শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ মোজাহেরুল হক আজ বুধবার রাত ১২.২৫ মিনিটের সময় ষ্ট্রোক করার কারণে মৃত্যু বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে আমরা একতা সংঘ পরিবার গভীরভাবে শোকাহত।
শুক্রবার রাতে এশার নামাজ চলাকালীন সময়ে নারায়ণগঞ্জ শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনায় অগ্নিদগধ অর্ধ শতাধিক ব্যক্তির অধিকাংশকে ঢাকার
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি
করা হয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর শনিবার সকালে সাংবাদিকদের জানান, সকাল ৯টা পর্যন্ত মোট ১১ জন মারা গেছেন।
নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকায় একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পনের থেকে বিশ জন মুসল্লি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে এশার নামাজ চলাকালীন সময়ে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
আহলে বায়আতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে মাহফিলে শোহাদায়ে কারবালা-২০২০ইং এ উপস্থিতির একাংশ |
হযরত আবুল ফজল আব্বাস বিন আলী আলান্দার (রা:)’র মাজার |
আহলে বায়আত স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল আগামী ১০ মহররম ১৪৪২ হিজরী, ৩০ আগষ্ট ২০২০ইং বাদে মাগরিব বন্দে আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এতে তকরির পেশ করবেন বন্দে আলী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ছলিম উদ্দিন আলকাদেরী। সভাপতিত্ব করবেন জহির উদ্দিন মােহাম্মদ বাবর, সভাপতি, ইসলামী একতা সংঘ।
হযরত আব্বাস (রা:)। যিনি কারবালায় শহিদ হয়েছিলেন। তাঁর মাজার থেকে অনবরত পানি বের হচ্ছে, ১৪০০ বছর পার হবার পরও এখনো মাজার থেকে পানি বের হচ্ছে। ইরাকের কারবালায় ইমাম হুসাইন (রা:) এর মাজারের থেকে ৩০০ মিটারের মত দূরে অবস্থিত।
ইমাম হুসাইন (র) এর আওলাদ, শিশু আলী আজগরের জন্য পানি আনতে গিয়ে কারবালার প্রান্তরে, কুখ্যাত এয়াজিদ বাহিনীর হাতে, শহীদ হলেন হযরত আব্বাস অালান্দার (র)।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলায়হি ১৩৩৬ হিজরী অনুসারে ১৯১৬ সালে বর্তমান পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে হাজারা জিলার সিরিকোট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত অলি-ই কামিল কুতুবুল আউলিয়া আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহি আলায়হি’র দ্বিতীয় পুত্র। বংশ পরম্পরায় তিনি ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র ৩৭তম বংশধর। তিনি পিতৃকুল-মাতৃকুল দিক দিয়ে ছিলেন সৈয়্যদ বংশীয়। তাঁর শিরা-উপশিরায় সঞ্চালিত বংশ পরম্পরায় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু’র পূতঃপবিত্র রক্তধারা ও পুরুষানুক্রমে লব্ধ মহাসাধকের শিক্ষা ও আধ্যাত্মিক সোপান অতিক্রমে সক্ষম হন। তাঁর জন্মের পূর্বে ও শৈশবে সংঘটিত ঘটনাসমূহ দ্বারা এ কথা প্রতীয়মান হয়। সে সব ঘটনা হতে কয়েকটি উদ্ধৃত করা হল :
তাকবিরে তাশরিক কী?
জিলহজ মাসের ৯ তারিখ ফজর নামাজের পর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত সময়কে তাশরিকের দিন বলে এবং এই সময়ে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’ এই তাকবির পড়া ওয়াজিব। এটিকে তাকবিরে তাশরিক বলা হয়। (হেদায়া : ১/২৭৫)
কোরআনুল কারীমে আল্লাহতায়ালা বলেন: ঊষার শপথ! আরো শপথ (জিলহজ মাসের প্রথম) দশ রজনীর! এবং শপথ জোড় (ঈদের দিন) ও বেজোড় (আরাফার দিন) এর। (সূরা-৮৯ ফজর, আয়াত: ১-৩, ই.ফা.)।