শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ইসলামী একতা সংঘ’র প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদুল আলম‘র শুভ আক্বদ সম্পন্ন

ইসলামী একতা সংঘ’র প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদুল আলম’র শুভ আক্বদ সম্পন্ন

গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২০ইং, শুক্রবার, বাদে আছর ইসলামী একতা সংঘ’র প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদুল আলম‘র শুভ আক্বদ পশ্চিম গোমদন্ডী কাজী ছগীর জামে মসজিদে মাওলানা দেলোয়ার হাসেন এর পরিচালনা সম্পন্ন হয়েছে।
শুভ আক্বদ অনুষ্ঠানের উপস্থিতির একাংশ
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী পরিষদ উপদেষ্টা এম. নজরুল ইসলাম, সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদ উপদেষ্টা মোহাম্মদ শফিউল আলম, সহ-স‍াধারণ সম্পাদক মহিন উদ্দিন সাহেদসহ সংগঠনের সদস্যব‍ৃন্দ ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী একতা সংঘ পরিবারের পক্ষ থেকে নব দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁদের পারিবারিক জীবন সুন্দর ও ইসলামী জীবন ব্যবস্থা আলোকে হউক এ কামনা করছি।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন