আহলে বায়আতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে মাহফিলে শোহাদায়ে কারবালা-২০২০ইং যথাযথ মর্যাদায় সম্পন্ন
আহলে বায়আতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে মাহফিলে শোহাদায়ে কারবালা-২০২০ইং অদ্য ১০ মহররম ১৪৪২ হিজরী, ৩০ আগষ্ট ২০২০ইং বাদে মাগরিব বন্দে আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আহলে বায়আতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে মাহফিলে শোহাদায়ে কারবালা-২০২০ইং এ উপস্থিতির একাংশ |
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দে আলী জামে মসজিদ এর সম্মানিত মুয়াজ্জিন হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন।
এতে তকরির পেশ করেন বন্দে আলী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ ছলিম উদ্দিন আলকাদেরী।
মাহফিলে সংগঠনের উপদেষ্টামন্ডলী, কার্যকরী পরিষদ, সদস্যবৃন্দ ও নবীন সংঘের সদস্যবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সম্মানিত আলোচক বলেন ইসলামের মূলধারায় অবিচল থাকতে হলে আহলে বায়আতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণ আবশ্যক।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন