পবিত্র মেরাজুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), সুলতানুল হিন্দ, আত্বায়ে রাসূল (দঃ), নায়েবে মোস্তফা, বান্দা নেওয়াজ, খাজায়ে খাজেগান, হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী আজমিরী সাঞ্জারী (রহঃ) ও মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত, শামসুল মোনাজেরীন, তাজুল ওলামা হযরতুল আল্লামা গাজী শাহ’ সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল’ কাদেরী (রহঃ) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল-২০২১ইং
তারিখ :২৬ রজব ১৪৪১ হিজরী, ১১ মার্চ ২০২১ ইংরেজি,
রোজ- বৃহস্পতিবার
রোজ- বৃহস্পতিবার
স্থান : বন্দে আলী জামে মসজিদ, পশ্চিম গোমদন্ডী, ৮নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।
আলোচকবৃন্দঃ
মাওলানা রবিউল হোসেন আলকাদেরী
চেয়ারম্যান : গাউছুল আজম দস্তগীর ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ।
খতিব : হাদু চৌধুরী জামে মসজিদ, পটিয়া।
মাওলানা রবিউল হোসেন আলকাদেরী
চেয়ারম্যান : গাউছুল আজম দস্তগীর ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ।
খতিব : হাদু চৌধুরী জামে মসজিদ, পটিয়া।
মাওলানা ছলিম উদ্দিন আলকাদেরী
খতিব : বন্দে আলী জামে মসজিদ, পশ্চিম গোমদন্ডী।
খতিব : বন্দে আলী জামে মসজিদ, পশ্চিম গোমদন্ডী।
এতে সকলের উপস্থিতি কামনা করছি।