আহলে বায়আতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্মরণে মাহফিলে শোহাদায়ে কারবালা-২০১৯ যথাযথ মর্যাদায় সম্পন্ন।
তকরির পেশ করেন ঃ মাওলানা ছলিম উদ্দিন আলকাদেরী, খতিব বন্দে আলী জামে মসজিদ।
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
কার্যকরী পরিষদ
কার্যকরী পরিষদ
কার্যকাল ঃ ২০১৯-২০ইং
১। সভাপতি : জহির উদ্দিন মোহাম্মদ বাবর
২। সহ-সভাতি : মোহাম্মদ নুরুল আলম
৩। সাধারণ সম্পাদক : মোহাম্মদ জাহেদুল হক
৪। সহ-সাধারণ সম্পাদক : মোহাম্মদ মহিন উদ্দিন সাহেদ
৫| সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ সরোয়ার আলম
সহযোগী সদস্যবৃন্দ
সহযোগী সদস্যবৃন্দ
কার্যকাল ঃ ২০১৯-২০ইং
১। মোহাম্মদ শামসুল আলম বাবুর্চি
২। মোহাম্মদ জাহাঙ্গীর আলম
৩। মোহাম্মদ শফি কন্ট্র্যাক্টর
৪। মোহাম্মদ আবদুল মান্নান
৫। মোহাম্মদ সেলিম
রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
সমাজে প্রবীণ, যুবক ও নবীনদের মাঝে ঐক্য, সাম্য ও শান্তি বজায় রেখে ইসলামিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ইসলামী একতা সংঘ’র ভূমিকা অপরিসীম। এটি একটি অরাজনৈতিক সংগঠন। ২০০৪ সালে স্থাপিত এই সংগঠন অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সমাজে গরীব, সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান, এতিম ও দুস্থ কন্যা সন্তানের বিবাহে সাধ্যমত সাহায্যসহ সর্বোপরি সম্মিলিতভাবে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত করাই ইসলামী একতা সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য।
আহলে বায়আত স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল
আহলে বায়আত স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল আগামী ১০ মহররম অনুষ্ঠিত হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)